সেকুলারিজমের চাপ

আজ পায়ে ধরছে,
আজ পায়ে পরছে।
মুসলিম সেজে আজ নমাজ পড়ছে।
ব্রাম্মন সেজে পৈতা পরছে।
ওরা ছদ্মবেশী নাট্যকার ।।

পাঁচ দশে মোদের মাথা কিনছে,
গদির লোভে এই দেশ লুটছে।
সেকুলারিজমের দোহাই দিয়ে,
সবাই কেন চুপ থাকছে?

ধর্মের ভিত্তিতে হয়েছিল দেশ ভাগ,
তবে সেকুলারিজমের চাপে কেন এই ভাগ?
চক্রান্ত চলছে কি করতে আরো এক ভাগ?

- ধীমান

Comments

My popular posts