ভালোবাসি আমিও

রাত জাগছো?
শুধু তুমি একা নয়।
তোমার ভাগিদার আমিও।
ভালোবাসাটা শুধু তোমার নয়,
ভালোবাসি আমিও।।

আমি আসবো,  ভালোবাসবো।
প্রতিটা ক্ষণ প্রতি মুহূর্ত।
ভালোবাসাটা তোমার একার নয়,
তোমার অপেক্ষায় রয়েছি আমিও।।

দিনের পর দিন অপেক্ষায় থাকবো,
তুমিও অপেক্ষায় থেকো।
আমি আসবো,  ভালোবাসবো,
এই ভালোবাসার ভাগিদার আমিও।।

কারোর সাধ্য নেই আমায় আটকানোর,
ভালোবাসতে তোমাকে।
দিনের পর দিন না দেখলেও,
দিনের পর দিন না শুনলেও,
জানি,  আমায় ভালোবাসবে তুমিও।।

- ধীমান

Comments