পরাধীন লাল টিপে

আমি কে,
কি আমার পরিচয়?
জন্মের পর থেকে খুঁজে ফিরছি,
আমার পরিচয়!
আমি কি মানুষ, না মানুষের পোশা মাত্র?

কতক্ষণ আর এই ঘরে?
ছেড়ে যেতে হবে অন্যের ঘরে।
খুঁজে ফিরছি আমার ঠিকানা,
ঠিকানাহীন আমি।।
কোথায় আমার ঠিকানা?

আমি পরাধীন,
এক লাল টিপের
জর্জরিত ধর্মের জঞ্জালে।
কখনো কালো বুরখায়
কখনো কারোর আদেশের ঘোমটায়।।
আমি আজ স্বাধীনতার খোঁজে।

জন্মের পর থেকেই মৃত্যুর ভয়ে,
রাস্তায় রয়েছে নাকি কত জানোয়ার।
শরীর খাবে নাকি আমার ছিড়ে ছিড়ে,
মেটাবে তাদের যৌন খিদে।।
নেই কি আমার বাঁচার অধিকার?

আমি কে,
কি আমার পরিচয়?
কখনো ধর্মের অধীনে।
কখনো সমাজের অধীনে।
আমি কি মানুষ? না মানুষের পোশা মাত্র।
আমার তো হয় হাজার বার সওদা।।
কে আমি?

- ধীমান

Comments