তুমি শুধু তুমি

আজ ফুরসত হচ্ছে না,
চোখ সরানোর তোমার থেকে ।
অদ্ভুত অনুভুতিতে বন্দি করছো তুমি আমায়।
জ্ঞানশূন্য আমি আজ,
খোদার এই অপরূপ সৃষ্টির কাছে।।

তোমাকে না ভালোবেসে,
কাকে ভালোবাসি, বলো তবে।
প্রতিটি ছোঁয়ায়, প্রতিটি কথায় তুমি শুধু তুমি।
ভালো লাগে তোমাকে দেখতে,
তোমায় নিয়ে হাজারটা স্বপ্ন বুনতে।।

তুমি ছাড়া আমি আজ বিবর্ণ,
তোমার ভালোবাসায়,
তোমার প্রতিটি স্নেহের ছোঁয়ায় আমি পরিপূর্ণ।
তোমায় ছাড়া আমি বিবর্ণ।।

- ধীমান

Comments