দশভূজা

তুমি দশভূজা।
তুমি শক্তিরূপা।
তুমি অপরুপা।
তুমি মাতৃরূপা।
তুমি প্রেমিকা।

তুমি সেই নারী।।

তুমি ভালোবাসা।
তুমি অবহেলা।
তুমি রাস্তার সেই পাগলী বুড়িটা।

তুমি সেই নারী।।

তুমি ভিড়ের সেই সুন্দরী,
তুমি না ইচ্ছায় জন্মানো কন্যাটি।
তুমি বার বার হওয়া ধর্ষিতা।

তুমি সেই নারী।।

তুমি নির্ভয়া।
তুমি গীতা।
তুমি সেই আসিফা।
তুমি সেই নারী।।

- ধীমান

Comments