তুমি এলেনা বলে
সূর্য অপেক্ষা করছে ডুবে যেতে,
সময় চাইছে থেমে যেতে।
শুধু তুমি এলেনা বলে।।
আকাশ গর্জাতে ভুলেছে,
বৃষ্টি বর্ষাতে ভুলেছে।
শুধু তুমি এলেনা বলে।।
নিশ্বাস থেমে যেতে চেয়েছে,
ধমনী রুঠে যেতে চাইছে।
শুধু তুমি এলেনা বলে।।
কলম লিখেতে ভুলেছে,
ছন্দ মেলতে রুঠেছে।
শুধু তুমি এলেনা বলে।।
পাখি ডাকতে ভুলেছে,
ফুল ফোটতে ভুলেছে।
শুধু তুমি এলেনা বলে।।
রাত্রি থেমে যেতে চাইছে,
আলো নিভে যেতে চাইছে।
আধার শুধু চারিদিকে।
শুধু তুমি এলেনা বলে।।
- ধীমান
Comments
Post a Comment