কে ছিলে তুমি?
এখনো কি আমার কথা ভাবছো?
আজ দেখা হয়েছিল ট্রেনের ভিড়ে।
ট্রেনের কু-ঝিক-ঝিকের ধুনের সাথে,
চোখের জাদু চালাচ্ছিলে।।
তোমার দুটি নিরলস আঁখি দিয়ে,
তোমার মনে বন্দি করছিলে ।।
কি এতো সাধ,
এই অচিন পাখিকে মনের খাঁচায় বন্দি করতে!
আমারও খুব ইচ্ছে করছিল।
ভিড়টা এড়িয়ে গিয়ে,
তোমার পাশে গিয়ে দাঁড়াই।
কথা বলি দু চারটা।
তোমার হাসির সাথে হাসি মিলিয়ে
বন্ধুত্ব পাতি।।
তাছাড়া!
তোমার চুলগুলো
খোলাই ছেড়ে রেখো,
ওরা একেরপর এক যুদ্ধ বাধিয়ে,
তোমার চেহারার স্পর্শ পেতে চায় যে।
হিংসে হচ্ছিলো তোমার চুলের উপর,
তোমার সুন্দর চেহারার
ওরা অজস্র ছোয়া পাচ্ছিল।
সেই লাল ঠোঁটের অজস্র চুমু খাচ্ছিল।।
এতো কিছু ভাবনা ভাবতে ভাবতে ,
আচমকা এক স্টেশনে হারিয়ে গেলে তুমি।
কু-ঝিক-ঝিকের আওয়াজের সাথে।
হঠাৎ অদেখা হয়ে গেলে তুমি।।
বলবে কে ছিলে তুমি?
- ধীমান
Comments
Post a Comment