দেশ ভাগ

গদির লালসায় করছো মোদের ভাগ।
এক দেশেই এঁকেছো দুই মানচিত্রের দাগ।
রক্তের দাগে আঁকা এই মানচিত্রে,
আজও মনে গেথে আছে,
দুঃসময়ের দেশ ভাগ।

দেশের ভাগ্যে লিখেছো তোমরা,
ধর্মের দোহাই দিয়েছো তোমরা।
কবর চিতা দিয়ে লিখেছো দেশের নাম।।

কত মানুষ মরেছে মরতে দাও,
কত ঘর পুড়েছে পুড়তে দাও।
কোনো খোদা শুনেনি কারো ডাক।
কারণ ওরা চেয়েছিল দেশের ভাগ।।

কতো মন্দির পড়েছে গীতার পাঠ,
কতো মসজিদ ডেকেছে আজানের ডাক,
শুনেনি কেউ, দেখেনি কেউ।
নিঃশব্দ সবাই,
ওরা শুনেছিল শুধু গদির ডাক।।

কতো অনাহার, কতো অত্যাচার,
নিজের দেশ বলেছিল দেশ ছাড়।
গদির লালসায় করেছিলে মোদের ভাগ।।

- ধীমান

Comments