চাইছো অবসর ?
মেয়েটি তখন,
ভালোবাসার বাধন থেকে অবসর চাইছিল।
ওর অফুরন্ত ভালোবাসা,
ওইদিন ফুরিয়ে গিয়েছিল।।
সেকালের ভালোবাসা,
সেকালের কত কথা।
সবটাই ভুলে গিয়েছিল,
ওর অফুরন্ত ভালোবাসা, ফুরিয়ে গিয়েছিল।।
তোমার দেওয়া চিঠিগুলো,
আজ ধুলোর সঙ্গে কথা বলে।
চিঠির সাথে দেওয়া তোমার ছবি,
সেই বাক্সে আজও বন্দি আছে।
তোমায় ঘৃণা করিনি কখনো,
বাক্স খুলে তোমার ছবিটা
আজও দেখতে ইচ্ছে করে।
তোমার দেওয়া অগুনতি চিঠিগুলো,
আজও পড়তে ইচ্ছে করে।
তোমার হাতে হাত রেখে আজও,
পুরো পৃথিবীটাকে দেখতে ইচ্ছে করে।
তুমি চলে গেছো বলে,
তোমায় অপরিসীম ঘৃণা করতে ইচ্ছে করে।।
কিন্তু ভালোবাসার কাছে, ঘৃণা হেরে যায় যে!
- ধীমান
Comments
Post a Comment