তকদির
আমি ভালোবাসবো তোমায়।
হয়তো ঘৃণা করো তুমি আমায়।
বছরের পর বছর,
শতাব্দীর পর শতাব্দী।
কিন্তু আমি ভালোবাসবো তোমায়।।
১০০-২০০ বছর পরেও
হয়তো বেরঙিন একটি বইয়ে,
ছেড়া পাতায় আমার কবিতাটি পড়বে পেয়ে ।
হয়তো তখন ভালোবাসবে,
হয়তো তখন আমায় খুঁজবে।।
আমি আপেক্ষা করবো,
শতাব্দীর পর শতাব্দী।
সেই পুরোনো বইয়ের
সেই ছেঁড়া পাতার কবিতার কবি হয়ে।
অপেক্ষা করবো তোমার,
ভালোবাসার প্রেমিক হয়ে।।
তুমি ভালোবাসবে আমায়,
যদি তুমি থাকো আমার তকদিরে।
১০০-২০০ বছর পরে হলেও,
পড়বে আমার কবিতা।
যদি তোমার বিধিতে লেখা থাকে ।।
- ধীমান
Comments
Post a Comment