জানতে চাই
আজ এতো অজানা কেন?
তোমার চেহারায়,
এক অজানা মুখোশ কেন?
চেহারায় নাটকীয় হাসি,
পিঠ পিছু হারিয়ে যাচ্ছ কেন?
আগের সেই তোমাতে
তোমাকে খুজে পাই না কেন?
কেন এতো অভিনয়,
কেন অন্য পরিচয়।।
অজানা মুখোশের পিছনে,
নিজের নাম পালটে নিলে কেন।
নাটকীয় হাসি দিয়ে,
পিঠ পিছু হারিয়ে গেলে কেন?
- ধীমান
Comments
Post a Comment