যখন প্রিয় মানুষটি অকারণে হয় অজানা
ও আজ আর কথা বলে না,
মুখ গুমরে মুচড়ে ,
এক অজানার ছোঁয়ায় ।
সে আজ আর আমাকে চেনে না ।।
হয়তো ঘৃণা করে,
বা চায় দুরে সরে যেতে ।
মুখ ফুটে সে সত্যিটাও বলতে পারে না।
সে আজ আর আমাকে চেনে না।।
দু-এক দিন আগেই তো কত ভালোবাসছিলে ।
কত কথায় আমাকে জরিয়ে ছিলে ।
হঠাৎ করে ফুরিয়ে গেছে কি সব কথা ।।
না ফুরিয়েছে ভালোবাসা ?
আজ আমি অজানা !
ভালোবাসতে হবে না ।
কাছে আসতে ও হবে না ।
শুধু সত্যি কথাটা বলে দিও,
আজ তুমি, কেন এতো অজানা ?
- ধীমান
Comments
Post a Comment