আজকের কন্যা
আমি আজকের নারী ।
যাকে জন্মের আগে,
মৃত্যুকে শুনতে হয় বার বার।
কন্যা সন্তান চাইনি,
নষ্ট করে নাও।
গর্ভে থেকে শুনতে হয় কত বার ।।
কন্যা সন্তান চায়নি কেউ,
বংশের প্রদীপ চেয়েছিল পরিবার ।
কি হবে দিয়ে এই কন্যা সন্তান ?
ভুলে যাই
বংশের প্রদীপের জন্মে,
চাই তো এক কন্যা সন্তান ।।
যে দেশে হয় দেবীর পূজা,
সে দেশ হত্যা হয় কন্যা সন্তান ।
কন্যা থেকেই সৃষ্টি।
কিন্তু, জন্মের আগে হত্যা হয় কন্যা সন্তান ।।
কেন ?
- ধীমান
Comments
Post a Comment