চল্লিশ

পায়ের উপর পা তুলে,
টিভি খুলে আমরা ।
অপেক্ষায়, কে জিতলো কে হারলো।
কার মুখে কত চুন কালি পরলো।।

মানবিকতা ভুলে,
শহীদ করেছিল মোদের ৪০ কে,
টিভির পর্দায় চোখ কৌতূহলে,
যুদ্ধ চাই যুদ্ধ চাই, সবাই এক সুরে।
কার পাল্লা কত ভারি, ইচ্ছে সবার জানতে।।

ভুলে যাচ্ছি না তো ৪০ জনের বলিদানকে?

আমরা কোথায়?
সাধ্য নেই যাবার যুদ্ধ পথে।
আবার প্রশ্ন তুলি সেনাদের ওপরে!

একের পর এক বীর দাঁড়িয়ে আছে,
কারুর পিছে নয়,
শত্রুর বুকে গুলি দাগতে।

কেউ বলে,
সেনার শহীদ নিয়ে কেন মাতামাতি?
মাস ফুরতেই, ওরা পাচ্ছে মাইনে!
ভুলে যাই, ভুলে যায়।
শত্রুর গুলি আমাদের কাছে আসার আগেই,
টেনে নেয় ওদের বুকে।।

- ধীমান

Comments