বুদ্ধের দেশে কোথায় বুদ্ধ ?
বুদ্ধের দেশে যুদ্ধ !
সর্বশেষে কি হবে শান্ত ?
মহাভারত থেকে নব ভারত, শুধু যুদ্ধ।
ধর্মের যুদ্ধ,
গদির যুদ্ধ ,
অধিকারের যুদ্ধ, আর কত যুদ্ধ ?
ধর্মের ভিত্তিতে দেশ ভাগ,
গদির যুদ্ধে কি চাও আরো ভাগ ?
বুদ্ধ কোথায় ?
কার মন্ত্রে হবে দেশ শান্ত ?
বুদ্ধের দেশে যুদ্ধ লেগেছে,
কে করবে আজ দেশ শান্ত ।
রক্তের নদী বইতে বাধ্য,
রুখতে নেই কারো সাধ্য।
আসবে কি বুদ্ধ ?
কত সিঁদুর মুছতে বাধ্য,
কবর চিতা লক্ষ্য লক্ষ্য
কোথায় বুদ্ধ ?
- ধীমান
Comments
Post a Comment