ভুলে যাই
আমি ভুলে যাই।
তোমাকে ভালোবাসার অধিকার তো আমার নেই।
তুমি তো অন্য কারোর,
সে কথাটাও ভুলে যাই ।।
মনের এক একটা স্পন্দন,
তনের প্রতিটা নিঃশ্বাস,
শুধু তোমাকেই চায় ।
ওরাও ভুলে যায় তুমি যে অন্য কারোর ।।
আমি আজ ভুলে গেছি তোমায়,
জানিনা আজও ভালোবাসি কি না তোমায়।
কিন্তু আমার প্রত্যক কবিতা,
প্রতিটা ছন্দে ডেকে নেয় শুধু তোমায় ।।
- ধীমান
Comments
Post a Comment