আমি নারী
রাস্তায় আমি সস্তায় ,
লোভের নজরে কাড়াকাড়ি ।
আমি সেই নারী ।
লোভের নজরে কাড়াকাড়ি ।
আমি সেই নারী ।
আমি দশভুজা,
আবার হয়তো কারোর বোঝা।।
আমি শক্তির আরাধনা ।
আমি সেই নারী।
আবার হয়তো কারোর বোঝা।।
আমি শক্তির আরাধনা ।
আমি সেই নারী।
আমি মা,
আমি কন্যা।
রোজ কোনো না কোনো ভিড়ে,
গোপনাঙ্গে পেতে হয় কত ছোঁয়া।
আমি সেই নারী।
আমি কন্যা।
রোজ কোনো না কোনো ভিড়ে,
গোপনাঙ্গে পেতে হয় কত ছোঁয়া।
আমি সেই নারী।
আমি ঘৃণা,
আমি ভালোবাসা ।
হয়তো কারোর তেষ্টা ।
আমি সেই নারী।।
আমি ভালোবাসা ।
হয়তো কারোর তেষ্টা ।
আমি সেই নারী।।
- ধীমান
Comments
Post a Comment