বিদায়
মুছে গেছি আমি আজ।
আসবো না ফিরে আমি আর।
হয়তো ছিলাম কারো ঘৃণার পাত্র,
হয়তো কারো ভালোবাসার ।
ফিরে দেখবে না কেউ আমাকে আজ ।
আমি ডাকবো না তোমাকে,
আমায় দেখবে না ভিড়েতে ।
আমি হারিয়েছি নীলেতে,
হয়তো কারো লেখা হয়ে আছি, আমি আজ।।
কাঁদবে না,
আমি আছি স্মৃতিতে
আমি আছি ছবিতে,
আমি আছি তোমাদের ভালোবাসাতে।
হাসি মুখে বিদায় চাইছি, আমি আজ ।।
- ধীমান
Comments
Post a Comment