একাই ভালোবাসবো

তোমায়, আমাকে ভালোবাসতে হবে না,
আমি তোমায় একাই ভালোবাসবো।
আমার ভালোবাসায় কারোর ভাগ আমি চাই না।।

আমি তোমার কাছে আসতে ও চাই না,
তোমাকে জানার
তোমাকে ভালোবাসার,
কৌতুহলটা আমি হারাতে চাই না।।
আমার ভালোবাসায় কারোর ভাগ আমি চাই না।।

একাকীত্বে তোমাকে ভালোবাসার অধিকার,
আমি হারাতে চাই না ।।

আমি বলতে চাই না,
যে আমি তোমায় ভালোবাসি।।
একাকীত্বে তোমাকে নিয়ে
স্বপ্ন বুনাটা আমি ছাড়তে চাই না ।।

একাকীত্বে তোমাকে জানার
কৌতুহলটা আমি হারাতে চাই না ।
আমার ভালোবাসায় কারো ভাগ আমি চাই না।।

- ধীমান

Comments