তোমার জন্য নয়

আজ লিখছি,
তোমার জন্য নয়।
আজ গাইছি তা-ও,
তোমার জন্য নয়।

ইচ্ছে হয়েছে কলম ধরবার,
ইচ্ছে হয়েছে ছন্দ মিলাবার,
সেটা তোমার জন্য নয়।

আজ ছন্দে সুর পেয়েছি,
আজ ছন্দে সুর মিলিয়েছি,
তাই গাইছি, তা তোমার জন্য নয়।।

- ধীমান

Comments