ভালোবাসা হয়েছে আজ উপহাস
ভালোবেসে ছিলাম তোরে,
খাঁটি ভালোবাসা যাকে বলে।
স্বপ্ন ও দেখেছিলাম বটে,
মোদের ভালোবাসার গল্প লিখবো বলে।
যা শালা বছর পেরোতে না পেরোতেই,
ছেড়ে দিলে মোরে।
এখন কি গল্প লিখবো, নিয়ে তোরে ?
অভিনয় করেছিলি হ্যাঁ ।
গল্প লিখবার স্বপ্নটা মিলিয়ে দিলি ছাইয়ে ।
কি জ্বালা আমার মনে ,
এখন বলি কারে গিয়ে ।।
ভালোবাসা সময়ের অপচয়,
বুঝিনাই কেন আগে ।
এখন লিখতে হবে গল্প,
তোর অভিনয় নিয়ে।।
- ধীমান
Comments
Post a Comment