উত্তরের আশা আজও করছি

ভালো লেগেছিল,
তাই ভালোবেসেছিলাম ।
ঘৃণা দিয়েছিলে,
তবুও ভালোবেসেছিলাম।

ফিরে তাকাওনি কখনো,
আমি চেয়ে রইতাম ।
চিঠির উত্তর দাওনি ,
তবুও উত্তরের আশা রেখেছিলাম।

ঘৃণা করতে খুব,
আমি সবই বুঝতাম ।
চিঠি ছিঁড়ে ফেলেছিলে ,
সেটা আবার কুড়িয়ে নিয়েছিলাম।

তবুও ভালোবেসেছিলাম ।।

- ধীমান

Comments