আছি কোথায় ?

একদিকে মাইকে জোরে আজান আর অন্য দিকে  সংকীর্তন ।
যত খুশি তত  জোরে মাইক চালাতে পারো কোনো বাধা নেই ,বাধা দিলে পাপ লাগবে যে !
আর সেই পাপটা আল্লাহ বা ভগবান দেবে না, দেবে তো ওনাদের দালালরা ।

যদি কারো ঘরে কোন অসুস্থ মানুষ মারা যায় তাহলে যাক, তাতে আল্লাহ বা ভগবানদের কি আসে যায় ?

আমি নিজে আল্লাহ বা ভগবানে বিশ্বাস রাখি ,

কিন্তু আজকে পর্যন্ত একটা কথা বুঝতে পারলাম না,
কথাটা হল এত জোরে মাইকটা চালানোর দরকার কি ?
কিসের এতো হৈচৈ ?

আল্লাহ বা ভগবান কি বলেছিলেন যে আমার প্রার্থনা করতে হলে মাইকে জোরে জোরে আজান - সংকীর্তন করতে হবে ?

সব ধর্মের মানুষেরা নিজেদের ধর্মকে শান্তির ধর্ম বলে, তাহলে যখন মাইকে জোরে আজান, সংকীর্তন করা হয় তখন শান্তিটা যায় কোথায় ?

সব ধর্মাবলম্বীদের ভাবতে হবে এই বিষয়টা নিয়ে,
অনেকর ঘরে অনেক অসুস্থ মানুষ আছে , ওদের জন্য ভাবতে হবে ।
ভাবতে হবে সেই ছাত্র ছাত্রীদের জন্য যাদের হয়তো সেই মাইকের আওয়াজে পড়তে পারছে না ।

আল্লাহ, ভগবান আমাদের কারো ক্ষতি করতে শেখায় নি ।।

- ধীমান

Comments