ভয়

ভয় হয়,
জানো কেন ?
যদি কোথাও হারিয়ে যাও,
চলে যাও কোনো বনে ।

ভয় হয়,
তোমাকে হারানোর,
যদি আর পাই না তোমাকে, কোথাও খুঁজে ।

ভয় হয়,
যদি চলে যাও,
আমার কোন কথায় রুঠে।

ভয় হয় ।।

- ধীমান

Comments