তোমায় নিয়ে শেষ লেখা
কি লিখবো ?
তুমি তো কথাই বলছো না ,
কেন বলছো না তা-ও জানিনা।
অভিমান ?
তা-ও জানিনা ,
আমি কি বিরক্ত করছি ?
তা-ও তো জানি না ।।
নিঃশব্দ হয়ে থেকো না,
হয়তো তোমায় বিরক্ত করি ।
বলে দাও ,
তোমায় নিয়ে আর কোন ছন্দ মিলাবো না ।।
- ধীমান
Comments
Post a Comment