ভ্রুণ হত্যা
আমি কলঙ্ক,
আমি পাপ।
আমি তো সেই বিছানার দাগ ।।
আমি তোমাদের ভালোবাসার চিহ্ন,
আমি তোমাদের না চাওয়া বীর্য ।।
আমি ঘৃণা,
আমি গালি ।
আমি তোমাদের কলঙ্কিত কালি ।
আমার তো হাত পা গজায়নি,
এখনো চোখটা ও মেলেনি ।
মা ডাকার মুখটা,
এখনো খোলে নি।
আমি তোমাদের লজ্জা,
তাই করে দেবে কি আজ আমার হত্যা ?
জীবনটা কি আজ এতোই সস্তা ?
মা,
আমাকে মেরো না,
আমাকে কেটো না ।
আমাকে বুক ভরে,
কখনো কোলে কি নেবে না ?
- ধীমান
Comments
Post a Comment