ভাঙ্গা মন
কিছু আর বলিনি তোমায়।
পিছু আর ডাকিনি তোমায়।
কি দোষে অচেনার মুখোশটা পরেছিলে,
জিঞ্জেস আজও করিনি তোমায় ।
ভালোবেসেছিলাম হ্যাঁ ভালোবেসেছিলাম ।
মন নিয়ে খেলার অধিকার, দেইনি তো তোমায়!
আজও ভাবি, আজও কাঁদি।
আজও বালিশ ভেজা কান্না শুনে,
রাতের জোনাকি ।
আজও লিখি তোমার নামে চিঠি।
ভাঙ্গা মনের চোখের জলে মুছে যায় সেই চিঠি।
আজও ভাবি,
শুধু কাঁদি ।।
- ধীমান
Comments
Post a Comment