কেন ?
শহরে ফিরতে না ফিরতেই ,
দেখা আবার সেই চেনা চেহারা।
শহরটাতো পুরোই অচেনা হয়ে গিয়েছিলো ।
শহরের সাথে সাথে ,
অচেনার মুখোশটা তুমি কেন পরেছিলে
সেটা বুঝতে পারছিলাম না !
তোমার তরফ থেকে হয়তো,
আমাদের মধ্যে আর কোন সম্পর্ক নেই।
তা বলে কি অচেনার মুখোশটা পরে নেবে ?
কেন করছিলে না চেনার ভান ?
না ছিল তা অভিমান ?
আমি তো বলেছিলাম,
আমি ফিরে আসবো , অপেক্ষা করো ।।
একের পর এক চিঠি তো দিয়েছিলাম আমি।
উত্তরের অপেক্ষাও করেছিলাম আমি ।
তবে উত্তর তো পাইনি !
তবে কেন এই অচেনার মুখোশ ?
তবে কেন না চেনার ভান ?
তা ছাড়া কিসের এতো মিথ্যে অভিমান ?
- ধীমান
Comments
Post a Comment