মুখ বুজে থেকো না বলো ভালোবাসি

চলো না ভালোবাসি।
তোমার খুশি নিয়ে, একটু আমিও হাসি ।
ভুলে যাও পিছুটান,
গেয়ে যাও এক গান,
চলো না ভালোবাসি ।।

চলো না
আদর সোহাগে ভেসে যাই,
তোমার ভেজা ঠোঁটে চুমু খাই,
তোমার কালো চোখে ডুবে যাই,
চলো না ভালোবাসি ।।

কোনো কাঁটাতার দেবে কি বাধা ?
এতো শুধু মনের খেলা ।
কে রুখবে মোদের ?
চলো না ভালোবাসি ।।

- ধীমান

Comments

My popular posts