বুড়ি পাগলী
বুড়ি পাগলীটা কে,
রোজ মন্দিরেই দেখতাম ।
ঘর নেই পাগলীটার ,
যখনই মাথাটা মন্দিরে গিয়ে ঠেকতাম,
রোজ বুড়ি পাগলীটা কে মন্দিরেই দেখতাম ।
নির্বোধ বুড়িটা হয়তো কখনো ছিল কারোর মা।
কখন যে অজান্তে হারিয়ে গেছে নিজেও জানে নি,
মন্দিরের আশ্রয়ে আজ সেই বুড়ি মা ।।
তিন বেলার প্রসাদে,
পরনে ছেঁড়া বস্তা ,
দিব্বি আছে সেই বুড়ি মা ।
একদিন শীতের রাতে ফিরছিলাম কাজ থেকে।
মন্দিরের পাশের রাস্তা দিয়ে,
যেতে হয় আমার ঘরে ।
ভাবলাম একবার মাথা ঠেকাই মন্দিরে ,
দেখলাম মন্দিরের সদর দরজা বন্ধ,
ভাবলাম বুড়ি পাগলীটা হবে ভেতরে,
মুখ ফিরিয়ে দেখি,
বুড়ি পাগলীটা পড়ে আছে রাস্তার একপাশে ।।
- ধীমান
Comments
Post a Comment