ধর্ষিতার কথা


কাকে বলি গিয়ে ?
যে আমার শরীর চিড়ে খেয়েছে,
ওই জানোয়ারগুলো!
কোন সমাজে গিয়ে বলবো,
যে আমি হয়েছি ধর্ষিতা ।।

কে শুনবে আমায়?

কেউ কি দাঁড়াবে আমার পাশে ?
ভাবলেও ভয় হয় ।।
সমাজটা মেনে নেবে কি আমাকে।
না ছেড়ে দেবে আমায় ,
জ‍্যান্ত লাশ হিসাবে ।।

আজ হয়রান ন‍্যায়ের খুঁজে
রাস্তায় পিঠপিছু শুনতে কত কথা,
কি দোষে ?
কারণ আমি ধর্ষিতা বলে ?

- ধীমান

Comments