বেশ্যা !
আমার চামড়া চেটে খায়।
আমার বুকের মাংস ছিঁড়ে খায়।
ডেকে নেয় হাজার বিছানায়,
হ্যাঁ, আমি সেই বেশ্যা ।।
জানোয়ার রূপী পুরুষ,
আমার দেহে তাদের যৌন জ্বালা মেটায় ।
কেনাবেচা হয় হাজারবার যাকে,
হ্যাঁ, আমি সেই বেশ্যা।।
যার নামে আজ ঘৃণা জাগে,
যার নামে আজ থুথু ঝরে,
হ্যাঁ, আমি সেই বেশ্যা ।।
অতীতে তাঁকেও কেউ ভালোবাসতো,
অতীতে তারও অনেক স্বপ্ন ছিল,
বর্তমানে যে জ্যান্ত লাশ।
হ্যাঁ, আমি সেই বেশ্যা।।
প্রেমের জালে ফেলে,
দিয়েছিল এক অন্ধকারে ধাক্কা,
অজান্তে হয়েছিল যার সওদা ,
আমি হতে চায়নি, বেশ্যা ।।
- ধীমান
Comments
Post a Comment