ভালোবাসা না শরীর পাওয়ার আশা ?

মেয়েটি ভালোবাসা চেয়েছিল,
চায়নি ওর বুকের পাঁজরে, কারো হাত ।
মেয়েটি প্রেমিকা হতে চেয়েছিল,
হতে চায়নি, কারো বিছানার দাগ।

মেয়েটি অবুঝ ছিল ,
বুঝতে পারেনি , এটা ভালোবাসা নয়,
ছিল ওর শরীর পাওয়ার ফাঁদ ।

মেয়েটি ভালোবাসার অন্ধ ছিল,
তাই দেখেনি,
জানোয়ারটাকে পেতে দিয়েছিল ,
ওর শরীরের স্বাদ ।।

কি দোষ ছিল মেয়েটার,
চেয়েছিল তো ভালোবাসাই ।
কে জানত,
প্রেমিক খুঁজতে গিয়ে,
মেয়েটি রেখেছিল এক রাক্ষসের হাতে হাত!

- ধীমান

Comments