কে তুই ?

এই মেয়ে,
তুই আমার কে ?
(উত্তরে মেয়েটি), আমি  কে ?
আমি তো জানি নে ।
তুই ই বলে দেয় আমি তোর কে ?

(আমার উত্তরে)
তুই কে জানতে চাস ?
তুই সেই ভাবনা আমার।
তুই সেই কবিতা আমার।
তুই সেই অনেক নামে ডাকা মেয়েটি।

তুই সেই ছবি ,
যেই ছবিটি দেখে , হয়েছিলাম প্রেমিক তোর ।
তুই আমার ছন্দ মিলাবার ইচ্ছা।
আমার চেহারার , কারণ ছাড়া হাসি তুই ।

সব শেষে তুই আমার ভালোবাসা ।

- ধীমান

Comments