বরাক বাংলা

আজ লিখছি বাংলায়,
লিখছি বাংলা কে নিয়ে।
আজ লিখছি ১৯,২১শের রক্ত নিয়ে ।।

আজও ভুলিনি,
ভুলবো না কখনো।
আজ লিখছি বরাকের শহীদ নিয়ে ।।

গেঁথে রয়েছে আমাদের মনে ,
গেঁথে দিতে চাই নতুন প্রজন্মের মনে ।
ভুলবো না কখনো বাংলা ভাষা কে,
ভুলবো না কখনো আমাদের মা, বাংলা কে ।।

১৯,২১শের রক্ত দিয়ে,
বরাক কে লেখা হয়েছে বাংলাতে।।

- ধীমান

Comments