ঘৃণার বদলে ভালোবাসা চাই

হাসো, ভালোবাসো।
ঘৃণা করো না।।
হয়তো তোমাকে অনেকই ঘৃণা করে,
তাহলে তোমার ও কি ওদের ঘৃণা দিতে হবে ?
ঘৃণার বদলে একবার ভালোবাসাটা ছড়িয়ে দেখো।

তখন হয়তো,
ঘৃণার নামটা পাল্টে ভালোবাসা হয়ে যেতে পারে ‌।
হয়তো তখন,
তোমাকে ঘৃণা করা লোকেরা,
ঘৃণা করবে না তোমায় আর
ওদেরও তৃষ্ণাটা উঠে যাবে ঘৃণার উপর থেকে।
ঘৃণার বদলে তুমি ঘৃণা করোনা বলে।।

ঘৃণার বদলে ভালোবাসা ছড়িয়ে দাও।
ঘৃণার নামটা পাল্টে ভালোবাসা করে দাও।
হাসো ভালোবাসো, ঘৃণা করোনা।।

- ধীমান

Comments

My popular posts