The Accidental Prime Minister
The Accidental Prime Minister এই চলচ্চিত্রটি আমাদের মধ্যে আসছে ২০১৯ জানুয়ারি ১১ তে ।
চলচ্চিত্রটি তৈরি করা হচ্ছে ২০১৪ সালের প্রকাশিত সঞ্জয় বারু একটি বই The Accidental Prime Minister: The Making and Unmaking of Manmohan Singh থেকে, যে বইটি লিখা হয়েছিল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী
ডাঃ মনমোহন সিং এর জীবনী নিয়ে ।
এরকম ধরনের চলচ্চিত্র অস্কারে মনোনিত হওয়া উচিত , কিন্তু আমাদের দেশের কিছু মানুষ রাজনীতিতে এত অন্ধ যে এই চলচ্চিত্রটি মুক্তি যাতে না পায় তার চেষ্টা চালাচ্ছে। ধিক্কার জানাই এরকম চিন্তা ভাবনা রাখা মানুষদের ।।
আমাদের সহযোগিতা করা উচিত এই চলচ্চিত্রটি কে ।
চলচ্চিত্রটি নির্মাণ নিয়ে কেন এতো বিবাদ, যেখানে সেন্সর বোর্ড চলচ্চিত্রটি মুক্তির আদেশ দিয়েছেন।।
২০১৪ সালের সঞ্জয় বারুর বই The Accidental Prime Minister: The Making and Unmaking of Manmohan Singh যখন প্রকাশিত হয় তখন তো কোন বিবাদ হয়নি তাহলে এখন চলচ্চিত্রটির মুক্তি নিয়ে কেন ?
#We_Support_The_Accidental_Prime_Minister
Comments
Post a Comment