আয়না থেকে সত্যির আশা

যদি আয়না কথা বলতে পারতো ।
আমাদের করা ভুল ত্রুটি ,
আমাদের মুখের উপর বলে দিতে পারতো।
ভুল ধারণায় থাকার অভ‍্যাসটা,
আমাদের পাল্টে দিতে পারতো।

যদি আয়না সত্যিই কথা বলতে পারতো ।
সত্যির আড়ালে
লুকিয়ে বাঁচার অভ‍্যাসটা ।
এই জীবনের পাতা থেকে,
সম্পুর্ন মুছে দিতে পারতো।

সত্যি বলার সাহসটা,
বুকে জাগিয়ে তুলতে পারতো।
ভুলে যাওয়া মানবিকতাটা
আবার ফিরিয়ে দিতে পারতো

আফসোস,
আয়নাটা যদি সত্যি কথা বলতে পারতো।।

                                                - ধীমান

Comments