শুধু হাতে হাতটা রেখো
যদি আমার বিরুদ্ধে
পুরো পৃথিবী রুখে দাঁড়ায়,
হ্যাঁ আমি ভুলবো না,
কখনো তোমায় ।
হাতে হাত রেখে,
শুধু সত্যি ভালোবাসাটা দিও।
দেখবে একা রুখে দাঁড়াবো
এই পৃথিবীর বিরুদ্ধে,
শুধু ভালোবাসতে তোমায় ।
যদি পুরো পৃথিবী ঘৃণা করে আমায় ।
তোমার হাতে হাত রেখে,
ভালোবাসার রঙে রাঙিয়ে দেবো ।
ভালোবাসা ছড়িয়ে দেবো ।
এই পৃথিবীর আঙিনায় ।
- ধীমান
Comments
Post a Comment