সময়

সময় তোমার এতো তাড়া কিসের ?
একটু বসো সল্প গল্প করি ।
আচ্ছা তোমার সাথে তো ঠিক করে,
দুখানা কথাই বলা হলনা ।
আর তুমি চলে যাচ্ছো ।
কিসের এতো তাড়া ,
বলো একটু আমরাও শুনি ।।

কি এমন তুমি,
না ধরে রাখা যায়,
আর বেঁধে রাখা, তো দায় ।।

অন্যের জন্য
তুমি শুধু ছুটে চলতেই শিখেছো।
না আছে হাতে ব‍্যথা,
আর না আছে পায়ে ব‍্যথা ।

নিঃস্বার্থ ভাবে চলেই যাচ্ছো,
মাসের পর মাস,
বছরের পর বছর ,
তোমাকে তো আটকে রাখা দায়
কিন্তু থেকে যায় আমাদের স্মৃতি ।।

- ধীমান

Comments

My popular posts