কিছু চাইনি
তোমার থেকে কিছু চাইনি ,
শুধু চেয়েছিলাম তোমার বন্ধুত্বটা ।
তোমার থেকে তোমাকে চাইনি,
শুধু চেয়েছিলাম তোমার ছোঁয়াটা।
তোমার থেকে তোমাকে কাড়তে চাইনি,
আবার বলছি,
শুধু চেয়েছিলাম তোমার বন্ধুত্বটা ।
শুধু চেয়েছিলাম কথা বলো,
তোমার সাথে ভাগ করতে চেয়েছিলাম
দুঃখ কষ্টের সব কথা ।
তোমার থেকে তোমাকে কাড়তে চাইনি,
শুধু চেয়েছিলাম,
তোমার বন্ধুত্বের সেই ছোঁয়াটা ।।
- ধীমান
Comments
Post a Comment