পরিচয়হীন তুমি

তুমি,
যাকে সব কবিতাতেই খুঁজে পাওয়া যায়।
অন‍্য কোথাও নয় ,
সে হয়তো তুমি।।

তুমি,
যাকে সব স্বপ্নতে দেখা যায় ।
বাস্তবে নয়,
সে হয়তো তুমি।।

তুমি,
যাকে সব রূপকথাতেই, রাজকন্যা হিসেবে চিনি।
কিন্তু বাস্তবে যে পরিচয়হীন‌,
সে হয়তো তুমি।।

তুমি,
যাকে আমি ভালোবাসি,
হয়তো তুমি পরিচয়হীন
হয়তো তুমি রাজকন্যা কোনো রূপকথার।
যে আমার পরিচয়হীন প্রেমিকা,
সে হয়তো তুমি।।

- ধীমান

Comments