সেই তুমি
চুল গুলো বাঁধছো কেন ?
খোলাই ছেড়ে দাও ,
চোখে মুখে আসুক
তোমাকে ভালোবাসুক।।
আমার কথায় হাসছো ,
চুলগুলো সরিয়ে আমাকে দেখছো ।
এভাবে আমায় দেখো না,
তোমার কাজল কালো চোখে
আমায় বন্দি কোরোনা ।
কি বলছো, আমি পাগল ?
হ্যাঁ আমি পাগল, আমি উন্মাদ
আর তার কারণটা হয়তো তুমি।
ভাবছিলাম, তোমায় কিছু বলবো ,
কি ? শুনতে চাও ?
শুনতে চাইলে, সেই কথার উত্তরটাও
তোমার থেকেই চাইবো।
তুমি কি শুনতে চাও ?
- ধীমান
Comments
Post a Comment