অসম্পূর্ণ কবিতা
কি লিখবো ভাবতে পারছি না।
একবার তোমাকে প্রশ্ন করছি যে,
"গল্পটা কি এখানেই শেষ করতে চাও ?
না কি আর ইচ্ছে নেই গল্পটা লিখবার ?
এভাবে শেষ না মিলিয়েই,
গল্পটা কে অসম্পূর্ণ রাখতে চাও ?"
আবার কিছু সময় পর আবার লিখছি,
"তোমাকে অনেক দেখেছি,
কিন্তু দেখাটা আজও অসম্পূর্ণ।
তোমাকে ভালোবাসা তো অনেক দিয়েছি
কিন্তু দেওয়া ভালোবাসাটা আজও অসম্পূর্ণ।"
ভাবতে ভাবতে আবার কিছু সময় পর লিখছি,
"যে খাতায়,
আমাদের ভালোবাসার গল্পটা লিখছিলে
হয়তো সেই খাতার পাতা শেষের পথে,
চটজলদি গল্পটা সম্পূর্ণ করতে গিয়ে
গল্পটা আজ অসম্পূর্ণের পথে।"
কি লিখবো সত্যি আজ কথা খুঁজে পাচ্ছি না,
আজ আর ছন্দ মেলাতে পারছি না ।
আজকের কবিতাটা আর ,
সম্পূর্ণ করতে পারছিনা।।
- ধীমান
Comments
Post a Comment