হয়তো তোমাকেই বলছি
কি হে সুন্দরী!
কে এঁকেছে তোমায় ?
কে বানিয়েছে তোমার এতো সুন্দর ছবি ?
টানা চোখ, সাথে এলোমেলো চুল ।
রক্তে মাংসে জ্যান্ত মানুষ,
হতেই পারো না তুমি ।।
তুমি কি ছবি ?
কালো কাজল চোখে,
কানের সেই দুলে ।
দারুন এঁকেছে তোমায়, সুন্দরী।।
আগে তো কখনো দেখিনি,
কে তুমি সুন্দরী ?
যার চোখে ছন্দ মিলে
যার চুপটি করা ঠোঁটে,
কত কবিতা বলে।
তুমি রক্তে মাংসে জ্যান্ত মানুষ,
মানতে আমি রাজি নয়
তুমি এক ছবি ।।
- ধীমান
Comments
Post a Comment