কে সেই মেয়ে ?

তুমি কে?
যাকে নিয়ে লিখি আমি ।
তুমি কে ?
যাকে নিয়ে এত ভাবি আমি ।
কে সেই মেয়েটা ?
যাকে নিয়ে এত ভালোবাসার স্বপ্ন আমি বুনি।
মেয়েটা আসলে কে ?
যাকে অনেক কবিতায়,
অনেক নামে ডাকি আমি ।

হয়তো হতে পারে কোনো টানা চোখের ?
বা হয়তো হতে পারে লম্বা কালো চুলের ?

আজ হয়তো সব প্রশ্নের জবাব দিচ্ছি আমি,
আসলে রক্ত মাংসের কোন মানুষ নয় সেই মেয়ে।
কারো ভালোবাসা নিয়ে ,
খেলতে জানেনা সেই মেয়ে।

আমি যখন একা বসে রই ঘরে,
তখন ভাবনা হয়ে আসে সেই মেয়ে।

বাইরের মিথ্যে ভালোবাসা থেকে অজানা,
সেই মেয়ে।
আমার একা থাকাকে,
একা করতে দেয়না সেই মেয়ে ।

আমার দুঃখ কষ্টের বন্ধু সেই মেয়ে।
আমাকে কখনো একা করে না সেই মেয়ে।।

আরো জানতে চাও কি ,
কে সেই মেয়ে ?

- ধীমান

Comments