ছন্দ
মিলছে না, তোর বলা কথা।
তুই সেই,
না মিলানো ছন্দ।
অনেক ভুল বানানের মাঝেও,
মিলাতে চাইছি,
আজও তোর নামের ছন্দ।
আজও মিলছেনা কোন ছন্দ,
তাই বলে, তুই করিস না কোন দ্বন্দ্ব
ভুল বানানের মাঝেও,
আমি, মিলাবো তোর নামের ছন্দ ।
মিলছে না কেন ? তোর বলা কথা।
কেন তুই, সেই না মিলানো ছন্দ ?
অনেক ভুল বানানের মাঝেও,
তোর নামটা লিখবো আমি শুদ্ধ ।।
- ধীমান
Comments
Post a Comment