ইচ্ছে

তুমি ইচ্ছে ,
হ্যাঁ, আমার হাসবার ইচ্ছে।
তুমি, গাইবার ইচ্ছে ।
তুমিই আমার,
স্বপ্ন দেখার ইচ্ছে।।

তুমি ইচ্ছে,
হ্যাঁ, আমার লিখবার ইচ্ছে।
তুমি, আমার
ছন্দে ছন্দ মিলাবার ইচ্ছে।
আমার কল্পনার রাজ্যে,
তোমাকে রানি করার ইচ্ছে।।

ইচ্ছে,
তোমাকে ভালোবাসার ইচ্ছে।
ইচ্ছে,
লিখবার ইচ্ছে,
শুধু তোমাকেই নিয়ে লিখতে।।

                                     - ধীমান

Comments