নামহীন মেয়েটি

সেই মেয়েটি ,
যাকে দেখতাম রোজ।।
আমার চায়ের দোকানের পাশ দিয়েই,
রোজ স্কুল থেকে ফিরতো মেয়েটি।

ফেরার সময় ,
রোজ তাকিয়ে দেখতো আমাকে, সেই মেয়েটি।
আমিও তাকাতাম,
কিন্তু মেয়েটির তাকানোর কারণ কি জানতাম না ।

রোজই দেখতাম সেই মেয়েটিকে।
এবার তাকানোর সাথে
একটা মিষ্টি হাসি জুড়লো যে!

সেই অজানা নামহীন মেয়েটি কে ?
আস্তে আস্তে জানিনা কেন ভালো লাগতে লাগলো,
মনের মধ্যে যেন ছাপা হয়ে গিয়েছিলো
সেই মেয়েটির ছবি।

সেই শ্যাম বর্ণের চেহারা,
তার সাথে কাজল কালো চোখ,
তার মিষ্টি হাসির সাথে ফিরে তাকানো।।
এমন ছবি মনে না ছাপিয়ে  রাখা যায় কি?

রোজ ভাবতাম,
আজ জিঞ্জেস করবো যে তোমার নামটা কি,
কতো রোজ আসলো আর গেল,
আজও জিঞ্জেস করা হলোনা
যে তোমার নাম কি ।

আজও অজানা , সেই মেয়েটি।
আজও নামহীন , সেই মেয়েটি।
আজ আর দেখিনা তাকে,
হয়তো এক সুন্দর স্বপ্ন ছিল সেই মেয়েটি ‌।

                                           - ধীমান

Comments