শহর আর বৃষ্টি
কিছু দিন থেকেই
শহরের মনটা ছিল খারাপ।
বৃষ্টির সাথে দেখা হচ্ছিল না বলে কথা ,
কারণ ছিল সেথা।।
রুক্ষ সুক্ষ হয়ে বসে ছিল কিছুদিন থেকে ,
রাস্তাগুলোকে ধুলোবালিছাই দিয়ে
রাঙিয়ে দিয়েছিল , প্রেমের বিরহে ।।
মেঘের ও পাত্তা ছিল না এদিকে,
যে নাকি শহরের বার্তা পৌঁছায় বৃষ্টি কে
অপেক্ষার পর অপেক্ষা মেঘ কেন আসেনা ।
শহরের এই বিরহের ব্যাথা ,
কার কাছে গিয়ে শুনায়, শহর সেথা ।
অভিমানে পুড়ছে শহর ,
কে বুঝবে তার ব্যাথা ।।
হঠাৎ একদিন, বৃষ্টির আনাগোনা ।
শহর অভিমানে বিরহে ,
বৃষ্টির সাথে বলছিল না আর কোন কথা ।।
বৃষ্টি এবার করে কি ?
কি করলে শহর আবার বলবে
ওর বৃষ্টির সাথে কথা ।।
শহরের বুকে কেঁদে ভেঙে পড়ে বৃষ্টি,
শহরের অভিমান ভাঙিয়ে ,
বলতে তো হবেই কথা ।।
অবশেষে বৃষ্টি,
প্রেমের জলে ভিজিয়ে দিল ,
জড়িয়ে ধরলো শহর কে ।
এবার কি আর কথা না বলে থাকা যায় ?
অভিমান বিরহ ভুলে,
শহর বলল ,
আবার ওর বৃষ্টির সাথে কথা ।।
- ধীমান
Comments
Post a Comment